Saturday, December 10, 2011

প্রয়োজনে পদ্মা সেতু বেসরকারি খাতে : প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশকে অভিশাপমুক্ত করতে যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধীদের বিচার এদেশের মাটিতে করতেই হবে। 
এজন্য একাত্তরের মুক্তিযুদ্ধের মতো যুদ্ধাপরাধীদের বিচারেও দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, একাত্তরে এ দেশেরই সন্তান হয়ে যুদ্ধাপরাধীরা দেশের বিরুদ্ধে গাদ্দারি ও মোনাফেকি করেছে। হাজার হাজার মানুষ খুন, ধর্ষণ, অগ্নিসংযোগ ও লুটপাট করেছে। বঙ্গবন্ধুর খুনিদের মতো যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করে আমরা দেশকে অভিশাপমুক্ত করতে চাই। বিরোধী দলের উদ্দেশে তিনি বলেন, যারা যুদ্ধাপরাধীদের মুক্তি, যুদ্ধাপরাধীদের বিচারে গঠিত ট্রাইব্যুনাল বাতিল তথা এ বিচার প্রক্রিয়াকে বানচাল করতে চায় দেশবাসী তাদের বিচার করবে। প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মিয়ানমার ও ইন্দোনেশিয়া সফরের অভিজ্ঞতা তুলে ধরার জন্য মূলত এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। প্রয়োজনে পদ্মা সেতু বেসরকারি খাতে : প্রধানমন্ত্রী শেখ হাসিনা

যুদ্ধাপরাধীদের বিচারে একাত্তরের মত ঐক্যবদ্ধ হতে হবে, সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা  ১১ ডিসেম্বর ২০১১, ২৭ অগ্রহায়ণ ১৪১
গতকাল শনিবার গণভবনে এক জনাকীর্ণ সাংবাদিক সম্মেলনে তিনি আরো বলেন, বিশ্বব্যাংকের অর্থায়নের জন্য আর অপেক্ষা নয়, প্রয়োজনে পাবলিক প্রাইভেট পার্টনারশীপের (পিপিপি) মাধ্যমে পদ্মা সেতু বাস্তবায়ন করা হবে। পদ্মা সেতু প্রকল্পে উত্থাপিত দুর্নীতির অভিযোগ প্রমাণের জন্য বিশ্বব্যাংকের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, কোথায়, কিভাবে এবং কত টাকার দুর্নীতি হয়েছে তা বিশ্বব্যাংককেই প্রমাণ করতে হবে। এ প্রসঙ্গে তিনি প্রশ্ন রেখে আরো বলেন, বিশ্বব্যাংক কী পদ্মা সেতু নির্মাণে কোনো টাকা দিয়েছে? টাকা না দিলে দুর্নীতি হলো কোথায়? পদ্মা সেতু দক্ষিণাঞ্চলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, যেভাবেই হোক এ সেতু আমরা নির্মাণ করবো। প্রধানমন্ত্রী বলেন, মন্ত্রিপরিষদ রদবদল একটি স্বাভাবিক প্রক্রিয়া। এখন তো আগের যোগাযোগ মন্ত্রী নেই। তাই এবার বিশ্বব্যাংক প্রমাণ করুক কোথায় দুর্নীতি হয়েছে।
প্রধানমন্ত্রীর বক্তব্যের পর সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্বে দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি, যুদ্ধাপরাধীদের বিচার, বহুল আলোচিত পদ্মা সেতু নির্মাণ, টিপাইমুখ বাঁধ প্রসঙ্গ উঠে আসে।
প্রধানমন্ত্রী তার তিন দিনের মিয়ানমার সফরের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, এ সফরকালে প্রেসিডেন্ট ইউ থেয়িন সেয়িনের সাথে আন্তরিক পরিবেশে দ্বিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় বিদ্যুত্ ও জ্বালানি, সরাসরি সড়ক, আকাশ ও নৌ পথে যোগাযোগ স্থাপন, দু'দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণ, প্রতিরক্ষা, কৃষি, শিক্ষা ও পল্লী উন্নয়ন এবং সীমান্ত ব্যবস্থাপনা বিষয় অগ্রাধিকার পায়। এ সময় আমি মিয়ানমারকে পানি বিদ্যুত্ প্রকল্পে বিনিয়োগের প্রস্তাব দিয়েছি। অংশীদারিত্বের ভিত্তিতে অথবা সরাসরি ক্রেতা হিসেবে সেদেশ থেকে আমরা বিদ্যুত্ কেনার আগ্রহ প্রকাশ করেছি। এছাড়া বাংলাদেশে বিদ্যুত্ ও সার উত্পাদনের জন্য মিয়ানমার থেকে গ্যাস আমদানিরও প্রস্তাব দেয়া হয়েছে। দক্ষিণ-পূর্ব এশিয়ার উন্নয়ন সম্ভাবনাকে যথার্থভাবে সদ্ব্যবহারে দু'দেশের মধ্যে বহুমুখী যোগাযোগ স্থাপনের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, আমি মনে করি প্রস্তাবিত এশিয়ান হাইওয়ে নেটওয়ার্ককে কার্যকর রূপ দিতে হলে মিয়ানমারের অংশগ্রহণ একান্তভাবে দরকার। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে, চট্টগ্রাম এবং সিতই-ইয়াংগুন বন্দরের মধ্যে সরাসরি বাস চলাচল পুনরায় চালু করার প্রস্তাবও মিয়ানমারের প্রেসিডেন্টকে দেয়া হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, কক্সবাজারের শরণার্থী শিবিরে এখনো অনেক রোহিঙ্গা শরণার্থী অবস্থান করছে। দ্বিপাক্ষিক বৈঠককালে মিয়ানমারের প্রেসিডেন্ট এসব রোহিঙ্গা শরণার্থীদের সরিয়ে নেয়ার ব্যাপারে সম্মত হয়েছেন। বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনার বিষয়গুলোকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার জন্য দু'দেশের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এছাড়া এফবিসিসিআই এবং ইউনিয়ন অব মিয়ানমার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি'র মধ্যেও স্বাক্ষরিত হয়েছে একটি সমঝোতা স্মারক। এতে দু'দেশের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক আরো বৃদ্ধি পাবে বলে প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।
মিয়ানমারের পর ইন্দোনেশিয়ায় দু'দিনের সফরের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, সাত ডিসেম্বর আমি ৪র্থ বালি ডেমোক্রেসি ফোরামে অংশ নিতে যাই। বালিতে পৌঁছানোর পর ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুসিলো বামবাং ইয়োধোইয়োনোর সাথে আমার দ্বিপাক্ষিক বৈঠক হয়। এ বৈঠককালে দু'দেশের আর্থ-সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতির উন্নয়ন, বাণিজ্য সম্প্রসারণ ও বিনিয়োগ নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। এ বৈঠকের প্রথম অধিবেশনে কো-চেয়ার হিসেবে আমার সভাপতিত্ব করার সুযোগ হয়। ফোরামে গণতন্ত্র ও উন্নয়নে বিভিন্ন দেশের অভিজ্ঞতা বিনিময় এবং আলোচনার মাধ্যমে এ অঞ্চলের প্রকৃত গণতন্ত্র অর্জনের জন্য বাংলাদেশের পক্ষ থেকে আমি সাত দফা প্রস্তাব পেশ করেছি। জাতিসংঘে আমার উত্থাপিত শান্তির মডেলকে সমর্থন দেয়ার জন্যও ফোরামে অংশগ্রহণকারী বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছি। কারণ প্রকৃত গণতন্ত্র অর্জন একটি দীর্ঘ নিরবচ্ছিন্ন প্রক্রিয়া। এজন্য প্রয়োজন সবার ঐক্যবদ্ধ প্রয়াস। ফোরাম শেষে অনুষ্ঠিত এক যৌথ সাংবাদিক সম্মেলনে আমি জনগণের প্রকৃত ক্ষমতায়নের ওপর গুরুত্ব দিয়েছি। আমি বলেছি, দারিদ্র্য বিমোচন ও নাগরিকদের মৌলিক অধিকার প্রতিষ্ঠা ছাড়া প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। গণতন্ত্র প্রতিষ্ঠার পূর্বশর্ত হচ্ছে, অসাংবিধানিক পন্থায় ক্ষমতা দখলের পথকে চিরতরে বন্ধ করা।
টিপাইমুখ বাঁধ নির্মাণ নিয়ে আন্দোলনের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, বিরোধী দলীয় নেত্রী ক্ষমতায় থাকলে দেশের স্বার্থের কথা ভুলে যান। আর বিরোধী দলে গেলে তার সব মনে পড়ে। একজন (এরশাদ) আজ লংমার্চ এবং অন্যজন (খালেদা জিয়া) বিপ্লব করছেন। এরশাদ দীর্ঘ নয় বছর এবং খালেদা জিয়া দুই মেয়াদে ১০ বছর ক্ষমতায় ছিলেন। তখন তারা টিপাইমুখ বাঁধ নির্মাণ নিয়ে কোনো কথা বলেননি কেন? টিপাইমুখ বাঁধ নিয়ে ভারতের প্রধানমন্ত্রীকে দেয়া চিঠিতে বিরোধী দলীয় নেত্রী কী লিখেছেন এবং জবাবে সে দেশের প্রধানমন্ত্রী তার কী জবাব দিয়েছেন তা জনসম্মুখে প্রকাশের দাবি জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের ক্ষতি হোক এমন কোনো কাজ করতে দেয়া হবে না- এ কথা আমরা ভারত সরকারকে জানিয়ে দিয়েছি। বর্তমান সরকার বিষয়টির ওপর সার্বক্ষণিক নজরদারি করছে। আগামীতে মন্ত্রিসভায় কোনো রদবদল হবে কিনা এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, মন্ত্রিসভা থেকে বাদ দিতে যাব না? কেউ তো তেমন কোনো অন্যায় করেননি। গত তিন বছরে কী একজন মন্ত্রীর বিরুদ্ধে কেউ বড় ধরনের কোনো অভিযোগ উত্থাপন করতে পেরেছে? তিনি বলেন, বর্তমান মন্ত্রিসভার সিদ্ধান্তের ৯০ ভাগ এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচির ৯৩ ভাগ বাস্তবায়িত হয়েছে। অতীতে কোনো সরকার কী তা করতে সক্ষম হয়েছে? তাহলে বর্তমান মন্ত্রিসভা ব্যর্থ হলো কিভাবে? দেখতে হবে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে কিনা। বিশ্ব মন্দা সত্ত্বেও বাংলাদেশ পিছিয়ে নেই, বরং এগিয়ে যাচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, দেশ স্বাধীন হওয়ার পর ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে যুদ্ধাপরাধীদের বিচার শুরু হয়েছিল, কারাগারে বন্দি ছিল ২০ হাজার যুদ্ধাপরাধী। তাদের নাগরিকত্ব বাতিল করার পাশাপাশি সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর জেনারেল জিয়াউর রহমান অসাংবিধানিক ও অবৈধভাবে ক্ষমতা দখল করে যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করে দেয়। কারাগার থেকে তাদের মুক্তি দেয়। যুদ্ধাপরাধীদের মন্ত্রী ও প্রধানমন্ত্রী বানিয়ে তাদের রাজনীতিতে পুনর্বাসন করেন। গোলাম আজমকে দেশে ফিরিয়ে আনে। তার স্ত্রী খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করবেন, মুক্তি চাবেন-এটা অস্বাভাবিক কিছু নয়। ঐক্যবদ্ধভাবে দেশবাসীকে আজ এদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী টিপাইমুখ বাঁধ প্রসঙ্গে আরো বলেন, আমরা সার্বক্ষণিক বিষয়টির ওপর নজরদারী করছি। ভারত জানিয়েছে তারা সেখানে কাপ্তাইয়ের মতো বিদ্যুত্ সেচ প্রকল্প নির্মাণ করবে, পানি প্রবাহে কোন ব্যাঘাত ঘটবে না। তিনি বলেন, কিন্তু ক্ষমতায় এসে প্রথম দফায় আবদুর রাজ্জাকের নেতৃত্বে সংসদীয় প্রতিনিধি দল এবং এবার দু'জন উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ভারতে গিয়ে সেদেশের সরকার প্রধানদের সঙ্গে কথা বলে এসেছেন। এ সময় তিনি বিরোধী দলের সমালোচনা করে বলেন, এ বিষয়টি নিয়ে আজ যারা বিপ্লব করতে চাইছেন, ক্ষমতায় থাকতে তারা কী করেছেন? কেন কোন প্রতিবাদ করেননি?
প্রধানমন্ত্রী পদ্মা সেতু নির্মাণ প্রসঙ্গে আরো বলেন, দক্ষিণাঞ্চলের মানুষের প্রাণের দাবি পদ্মা সেতু যেভাবেই হোক আমরা নির্মাণ করব। বিদেশে যারা এ ধরনের উন্নয়নমূলক কাজ করে তাদেরকে পদ্মা সেতু নির্মাণে অর্থায়নের আহ্বান জানাব। বেসরকারিভাবে যারা কাজ করতে চাইবে তারা সেতু তৈরি করে টাকা তুলে নিয়ে যাবে। এতে আমাদের একটি টাকাও লাগবে না।
এ প্রসঙ্গে তিনি বলেন, চীন, কোরিয়া, কাতার, সৌদি আরব, মালয়েশিয়াসহ অনেক দেশকেই পদ্মা সেতু নির্মাণে অর্থায়নের জন্য আহ্বান জানিয়েছি। আবারও আহ্বান জানাবো। সরকার টু সরকার কিংবা যে দেশ নির্মাণ করতে চাইবে সেদেশের মনোনীত কোম্পানীর সঙ্গে চুক্তি হতে পারে। তারা সেতু নির্মাণ করবে, সেতু পরিচালনা করে নিজেদের টাকা তুলে নিয়ে যাবে। তিনি জানান, বেসরকারিভাবে পদ্মা সেতু নির্মাণের ব্যাপারে একটি সেল গঠন করা হয়েছে। সিইও নিয়োগ দেয়া হয়েছে। তিনি বলেন, বিশ্বব্যাংক যেসব বিদেশী কোম্পানীর বিরুদ্ধে অভিযোগ এনেছে, সেসব কোম্পানীকে নিয়ে আমরা সেতুটি নির্মাণ করতে যাব কেন?
প্রধানমন্ত্রী বলেন, ডিসিসি দু'ভাগ হয়েছে, তাতে বিরোধী দলীয় নেত্রীর কী ক্ষতি হলো? এ নিয়ে এতো তার মায়াকান্নাই বা কেন? তিনি তো কখনো সিটি করপোরেশনে ভোট দিতে পারেননি। ভোটারও ছিলেন না। কেননা ক্যান্টনমেন্ট এলাকা ডিসিসির আওতার বাইরে। শেখ হাসিনা বলেন, ঢাকাকে কোন ভাগ করা হয়নি। রাজধানীর নাগরিকদের সেবা দোরগড়ায় পৌঁছে দিতে ডিসিসিকে দু'ভাগ করা হয়েছে। প্রধানমন্ত্রী এ সময় ঐতিহ্যের রাজধানী নয়াদিল্লী সিটি করপোরেশনকে তিনভাগে বিভক্ত করায় সেখানে বিরোধী দল কী কোন লংমার্চ বা হরতাল করেছে কীনা প্রশ্ন রেখে বলেন, সেখানে বিরোধিতা নয় বরং বিরোধী দল সমর্থন দিয়েছে। কারণ এতে নাগরিক সেবা নিশ্চিত হবে।
তিনি বলেন, দশটা হুন্ডা, বিশটা গুন্ডা-নির্বাচন ঠাণ্ডা, সেই অবস্থা এখন দেশে নেই। দেশের মানুষের গণতান্ত্রিক ভোটাধিকার আমরা নিশ্চিত করেছি, জনগণ এখন স্বাধীন ও শান্তিপূর্ণভাবে তাদের ভোট দিয়ে পছন্দের প্রতিনিধি নির্বাচন করছে। একটা কেন, এখন নির্বাচনে বিজয়ী হয়ে দুটো সিটি করপোরেশনেই বিএনপি আসুক, আমাদের কোন অসুবিধা নেই। নির্বাচনে কে জিতলো বা হারলো সে ব্যাপারে আমাদের মাথাব্যথা নেই, জনগণ শান্তিপূর্ণভাবে হস্তক্ষেপ ছাড়াই ভোট দিতে পারবে সেটা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী চট্টগ্রাম, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ সকল উপনির্বাচন ও স্থানীয় সরকার পরিষদ নির্বাচন কোন ধরনের হস্তক্ষেপমুক্ত নিরপেক্ষ ও স্বাধীনভাবে নির্বাচন অনুষ্ঠানের উদাহরণ টেনে বলেন, '৭৫ পরবর্তী কোন দলীয় সরকারের অধীনে নির্বাচনে এমন অবস্থান কেউ কল্পনাও করতে পারেনি। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ আমরা নিশ্চিত করতে পেরেছি, কারণ আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করতে চাই।
সাংবাদিক সম্মেলনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, সাধারণ সম্পাদক ও এলজিআরডি মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত, তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের, পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি প্রমুখ উপস্থিত ছিলেন।

Digital Bangladesh


Sajeeb Wajed Ahmed

Ministry of Science & ICT, Government of the People’s Republic of Bangladesh and D.Net is going to arrange the launching ceremony of the contest for National Digital Innovation Award 2011 that will be held on January 30,2011 at 10.30 am in BRAC Centre  INN, Mohakhali, Dhaka. Architect Yeafesh Osman , Honorable State Minister, Ministry of Science & ICT has kindly consented  to be the chief guest. The program will be chaired by Mr. Nazrul Islam Khan, National Project Director, Access to Information(A2I) program, Prime Minister’s  Office while Mr.Mahfuzur Rahman, Executive Director of Bangladesh Computer Council (BCC) Will be present as Special Guest on the occasion.
"I have been delivering sugarcanes habitually in the Faridpur sugar mill since 1976. Like the other 10 farmers around, I also have got the opportunity of getting loan without interest, fertilizers, pesticides and elements for irrigation. When the sugarcanes are grown enough to be crushed, we deliver them in the sugarcanes after receiving the purjee and when the crushing season is over we get our money. Though we faced a lot of troubles, we were used to the purjee system. But getting purjee through SMS service has created a revolutionary effect among the sugarcane growers. Half of our sufferings have been reduced. We no more have to wait for the purjee or to plead with other people. One single SMS has changed our way of life." –this is how Mohd. Shahidul Islam (53), a sugarcane grower of the Magura district was describing the beneficial effects of the e-purjee service. 
Industries minister Dilip Barua underscored Wednesday the need for political stability to draw more investment from home and abroad for industrial growth in Bangladesh.
"Both domestic and foreign investment is a must for industrialisation. We need political stability and unity to win investors' confidence," Mr Barua said while launching the online investment registration system of Board of Investment (BOI) in the city.
Lauding the present Awami League-led alliance government's pledge to ensure more industrial contribution to gross domestic product, the minister said establishment of industrial units is a long-term process, it can not happen in a year or two. To this end, the minister said that the government was trying to ensure an atmosphere conducive to businesses, especially for the private sector growth.   The minister said the online registration of the BoI would help create an enabling atmosphere for business and investment in the country. "It will attract more investors from home and abroad and prop up the investment activities in particular."                                                                        
The new system will simplify investment registration procedures for local and foreign investors with a new online registration service system by reducing time and unnecessary documentation and hassle.                                
The minister referred to the government's issuance of guidelines for formulation, appraisal and approval of large, medium and small projects under Policy and Strategy for Public-Private Partnership (PPP) 2010 for accelerating economic growth.                                                                                           He said the growth target may not be achieved unless the industrial activities are boosted and unless the regulatory agencies like BoI, BEPZA, BSCIC and Ministry of Industries provide prompt services to investors and remain accountable.
Image: ICT award for e-content and development-2010(Left)  and Nomination for Manthan Award (Right) Using Information Technology for development though not up-to-the-minute in the international perspective, it is not so getting on as well in the perspective of Bangladesh. In the leadership of the honorable Prime Minister, with the maximum use of Information Technology the 'Vision-2021' is moving forward to its triumphant accomplishment. To ensure service at the doorstep of common people innovative ideas of e-service have been implementing constantly. E-purjee is such an innovative step through which 1.5 lac sugarcane growers will be benefitted directly. The implication of the pilot project of e-purjee service last year in the two sugar mills has been appreciated on both national and international level. The SMS based e-purjee service has achieved recognition worldwide as well.
With the success of the implication of the pilot projects, the e-purjee service has won in the e-seba category, in the Digital Innovation Fair-2010. Along with this, it has also achieved the national award in the e-inclusion and livelihood category, in the "ICT award for e-content and development-2010". D-net, a private corporation for development organized this award program in assistance with the Ministry of Science, Information and Communication Technology. Moreover, e-purjee service has been nominated in the e-agriculture and livestock category for the "Manthan Award South Asia-2010" arranged by India.
But the most effected award is the recognition purjee as a life betterment tool form the 1.5 lakh Sugarcane farmers.
Promised digital Bangladesh and the young generation                                        
Md. Anwarul Kabi
The honeymoon period for the newly installed Government led by Awami League is yet to over. The landslide victory of Awami League in the last election has given the new government of Sheikh Hasina an enormous task of meeting people’s aspirations. Different analyses of the electoral results have revealed that the young generation who consist of more than one third of the voters had indeed brought this overwhelming victory for AL. With many other reasons, implicitly it can be inferred that voters of this generation while exercising their franchise considered party manifestos seriously. Presumably the visionary approach of AL’s manifesto, entitled ‘a charter for change’ might have allured the young voters much, especially its ‘Vision 2021′ which envisions a ‘digital Bangladesh’. Let us now explore the buzzword digital Bangladesh. What does it really mean? Moving towards digital Bangladesh does not imply that the urban young groups of the country will be more sophisticated consumers of high-tech devices like computers, digital cameras, latest model mobile sets or camcorders etc. based on high-speed Internet infrastructure and promote the dejuice culture. Rather discarding this superficial notion, we need to consider the term ‘digital Bangladesh’ objectively.                                                                                                       Broadly speaking, a digital society ensures an ICT driven knowledge-based society where information will be readily available on line and where all possible tasks of the government, semi-government and also private spheres will be processed using the state of the art technology. So, a digital Bangladesh must guarantee efficient and effective use of modern ICT in all spheres of the society with a view to establishing good governance. In other word, making Bangladesh a digital one, we have to establish technology driven e-governance, e-commerce, e-production, e-agriculture, e-health etc. in the society emphasizing the overall development of the common people, the major stakeholders of the country.                                                                         
Due to globalization, more specifically due to booming of ICT like most of the countries on the globe, Bangladesh has already been connected with the outside world. Yet in the field of ICT, our only grand success lies in Mobile telecommunication which has brought an abrupt change in telecommunication scenario of the country. However, in the other spheres of ICT, our achievement is very insignificant and we are still far away from transforming ourselves into a knowledge-based society.
Building strong ICT infrastructure is the pre-requisite for making Bangladesh a digital one. For this, we need to focus on the following relevant issues assessing the harsh reality that hinders our development in this context.
a) Power deficit: Latest statistics reveal that Bangladesh faces a power deficit of up to 2000 MW against a demand of 5000 MW daily. It may be noted that for proper ICT development an uninterrupted power supply is a must.
b) Network infrastructure: Outside Dhaka, at present a few computer network infrastructures have been developed so far. Apart from some educational institutes outside Dhaka, observation finds that most of the LAN setups are Dhaka centric. This observation reveals the reality of the digital gap even within the country.
c) Use of Internet: For the ICT development Internet users of the country must be increased. In this case our position is the worst one among the South Asian countries. The latest statistics (ITU, 2007) revealed that Internet penetration in our country is only 0.3%. Whereas, in Pakistan and India, it is 7.3% and 5.3% respectively.
d) Under sea submarine cable: Since 2006, Bangladesh has been connected to worldwide Internet Super High Way through an under sea submarine cable. But this single submarine cable frequently faces disruption resulting in slow bandwidth.
e) Network Readiness: Networked Readiness Index (NRI), developed by the University of Harvard, measures the propensity for countries to exploit the opportunities offered by information and communications technology. The NRI seeks to better comprehend the impact of ICT on the competitiveness of nations. The NRI is a composite of three components: the environment for ICT offered by a given country or community, the readiness of the community’s key stakeholders (individuals, businesses, and governments) to use ICT, and finally the usage of ICT amongst these stakeholders. Unfortunately, the latest survey (2006-7) revealed that Bangladesh’s NRI ranking is one of the lowest among the Asian countries.
f) Use of open source software: Many countries (e.g. France and Malaysia) have started to use open source software in ICT development projects for cost effectiveness. Unfortunately, in our ICT development domain the culture of using open source has not yet been introduced.
g) English literacy rate: From different sources, it has been learnt that, English literacy rate in Bangladesh is less than one percent. Whereas, English literacy rates in India and Pakistan are 60% and 20% respectively. There is a strong correlation between English literacy and ICT development in the present context of globalization. In the arena of ICT English has become the Lingua-Franca. On the other hand, we have not localized Bengali in the domain of computing. Hence, English literacy is a must for our ICT development. Unfortunately, in this case our position is the worst in the sub-continent.
Though the above accounts seem to be frustrating one, these can be easily overcome within a reasonable span of time if we can establish good governance in the country. Since independence, Bangladesh has been critically suffering from poor governance. Lack of vision, corruption, lack of transparency, weak coordination, undemocratic decision making were the salient features of our past governments. These can also be marked as the major barrier to the overall progress of Bangladesh. However, the newly installed government which has called for changes, hopefully, will establish much expected good governance to keep up with people’s aspiration.
For making a digital Bangladesh by 2021, the government must address the above stated issues effectively and efficiently in transparent manners. In many cases we need to reformulate our national policy (e.g. education policy, ICT policy) in accordance with the Millennium Development Goals. In reformulating the ICT policy, we will need to take a pragmatic and visionary approach so that it can curb the prevailing digital gap in the society. Moreover, the journey towards a digital Bangladesh needs the incorporation of the technologically solvent innovative younger generation. If the leaders of our country objectively guide this generation, they can do wonder for the nation. After all, the young generation always looks forward and they can help bring about positive changes in the society.

Sajeeb Ahmed Wazed put his 1st political statement .Sajeeb Ahmed Wazed, the son of prime minister Sheikh Hasina, in his first overtly political comments since joining the party of his mother and founded by his grandfather, blamed the “post ’75 governments” for the poor image of Bangladesh. Internationally reputed IT Specialist and Computer Scientist Sajeeb Wazed Joy on Saturday underscored the need for turning the concept of digital Bangladesh as a ‘Nation Brand” for the county to revive its image in the international arena. “The government is working for making Digital Bangladesh as a “Nation Brand” to create positive image of Bangladesh abroad,” he said while speaking at a seminar on Developing a Positive Image of Bangladesh’ the first ever digital innovative fair at Bangabandhu Sheikh Mujibur Rahman Novo Theater here.                                 The budding politician, who became a primary member of the ruling Awami League last month, was speaking on Saturday at a seminar on ‘Developing A Positive Image of Bangladesh’, at the Bangabandhu Sheikh Mujibur Rahman Novo Theatre, named after his grandfather, the country’s founding president who was assassinated in 1975. Post-’75, it took Awami League 21 years to come to power again. Sajeeb said the governments in that time were only concerned with keeping a hold on power, but building a positive image of Bangladesh was a priority for the present Awami League-led government.
“To build a positive image of the nation we need three things: stability, continuity and commitment,” he told the seminar, which also marked the end of a three-day Digital Innovation Fair in Dhaka. “The present government with its slogan of ‘Digital Bangladesh’ is committed to take the advantages of digital technology to the door-steps of everyone,” Sajeeb added. Answering questions in the seminar, he said the government would ensure better and cheaper internet bandwidth by this year. Professor Syed Ferhat Anwar, of Dhaka University’s Institute of Business Administration, presented the keynote paper on ‘Branding Bangladesh’. “Bangladesh is attaining growth and has lots of potential to become a popular destination for investment and tourism.”

Digital Bangladesh:

ঘসেটি বেগমের একান্ত খায়েশ

ঘসেটি বেগমের একান্ত খায়েশঃ মোকতেল হোসেন মুক্তি 
ইদানিং খালেদা জিয়ার প্রধান ইস্যু হিসেবে বিভিন্ন সময়ে দেয়া বক্তব্য অনুযায়ী একটি বিষয় পরিস্কার বুঝতে পারছি আর সেটি হচ্ছে" মধ্যবর্তী নির্বাচন "
যেমন খালেদা জিয়া পবিত্র হজ্বের নামে ফালুকে বিয়ে করে ফেললেন, তেমনি বর্তমান সরকারের সুদূর প্রসারী উন্নয়ন কর্মকাণ্ডে নিজের অতীতের ব্যর্থতার জ্বলন নিভানোর খায়েসে মধ্যবর্তী নির্বাচন চাইলেন। ভাবছেন তার একান্ত ইচ্ছায়ই আওয়ামী লীগ সরকার পদত্যাগ করে মধ্যবর্তী নিরবাচন দিয়ে দেবেন ঘসেটি বেগম চাইলেন আর সৌদি আরব গিয়ে গোপনে ফালুকে বিয়ের কাজটি সেরে হজ্ব করে পূতঃপবিত্র হয়ে এলেন নিজের স্বামীকে সেনা বাহিনী দিয়ে হত্যা করে পরকীয়া প্রেমে জড়ানো যতোটা সহজ, তিনি মধ্যবর্তী নির্বাচনের বিষয়টিও তেমনি সহজই মনে করছেন। খালেদার ইচ্ছামতো ফালুকে নিয়ে রঙ্গ লীলায় মত্ত হওয়া খুব সহজ কিন্তু মধ্যবর্তী নির্বাচনের বিষয়টি ১৬ কোটি মানুষের ঐকান্তিক ইচ্ছা আগ্রহের উপর নির্ভরশীল। খালেদা নিজামী চাইলো আর ইয়েসউদ্দিনকে কেয়ারটেকার গভর্নমেন্ট এর প্রধান বানালো। যতো অত্যাচার নির্যাতন চালানো হলো আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর।

এইতো সেদিনের কথামাত্র। খালেদা জিয়া ভুলে গেলেও আমরা ভুলিনি। আমরা ভুলিনি খালেদা নিজামী সাকা বাবর হারিস চৌধুরী তারেকের ১০ ট্রাক সমরাস্ত্রের গোপন চালান দেশের অভ্যন্ত্রে প্রবেশের কথা এবং ২১ আগস্ট আওয়ামী লীগের পথ সভায় ঘৃণ্য গ্রেনেড হামলার মাধ্যমে জননেত্রী শেখ হাসিনা তথা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে নির্মূলের জঘন্যতম ষড়যন্ত্রের কথা। জনগণ এখন আর অতোটা বোকা নয় যে খালেদা যা'চাইবে তাই তারা মেনে নেবে?? এক দিকে খালেদার দুই ছেলে সীমাহীন দুর্নীতি, লুটপাটের কলঙ্ক নিয়ে বিদেশে আরামে আয়েশে জুয়া খেলছে, মদ লাল পানি গিলছে, সুন্দরী রমণীদের ভোগ করছে। অন্য দিকে তার রাতের সারথীরা কেন্ত্রীয় কারাগারে দিন যাপন করছে। দুই ছেলে, দুই ভাই জেলখানার পঞ্চরত্ন (পাঁচ রাজাকার) দের বাংলাদেশের আইন শৃঙ্খলা জনগণের কাছে হালাল করার জন্য বধ্য উন্মাদিনীর মতো যা'মূখে আসে তাই বলছেন। দেশ এখন একটি পরিপূর্ণ গণতান্ত্রিক পন্থায় গণ রায়ের মাধ্যমে ব্যাপকভোটের ব্যবধানে বিজয়ী হওয়া একটি রাজনৈতিক দল সরকার গঠন করে সুচারু রুপে উন্নয়ন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। দেশের মানুষ জানে শেখ হাসিনা শঠতা প্রতারনা জানে না কারন তার দেহে বইছে বিশ্বনেতা হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধুর পবিত্র দেশাত্ববোধ, সৎ নিষ্ঠার মহা আদর্শে অনুপ্রানিত, দিক্ষিত সুশিক্ষিত অস্তি, মজ্জ্বা রক্তের বনহিশিখা

শেখ হাসিনা বাজারী বেশ্যার মতো ফিন ফীনে কাপড় পড়ে চামড়ায় ভাঁজ পরা দেহবল্লরী কোনো পুরুষকে দেখাতে জানে না। শেখ হাসিনা জানেনা এই ৬৫ বছর বয়সে সাদা ধবধবে চোখের ভ্রু কিভাবে কেটে কিশোরী ললনা অথবা সদ্য যৌবনপ্রাপ্তা মেকী সুন্দরী হতে? শেখ হাসিনা জানেনা কিভাবে ফিলিপিন থেকে দুই দুইজনা বিউটিশিয়ান তার পাকনা চুলে কলপ লাগায়? নটী বিনোদিনীকে হার মানিয়েছেন খালেদা জিয়া। জাতির জনক বঙ্গবন্ধু মানুষকে ধোকা দেবার লক্ষে যেমন সস্তা এবং বস্তাপচা মিষ্টি ভাষন দিতে জানতেন না। ফিল্ড মার্শাল আইয়ুব খানের মতো সিংহের সামনেও নত হয়ে কথা বলতেন না। জ্বি হুজুর জ্বি হুজুর করে নিজের আখের গুটানোর চিন্তা করতেন না। জননেত্রী শেখ হাসিনাও খালেদার মতো বেশ্যাবৃত্তির ভংগিতে অংগ প্রত্যঙ্গ সঞ্চালনের মাধ্যমে এবং মূখের রস দিয়ে জনগণকে বোকা বানানোর মুখস্ত বিদ্যা রপ্ত করতে পারেন নি। কারন শেখ হাসিনা " the daughter of the father of nation Bangabandhuh Sheikh Mujib" . কাজেই "যতোই মন্ত্র পড়ো হে যাদু, কথায় গলবে না মধু" সংবিধানিক গণতান্ত্রিক পন্থায়ই শেখ হাসিনা যথা সময়ে ক্ষমতা হস্তান্তর করবে।আওয়ামী লীগ খালেদার মতো ১৯৯৫ এবং ২০০৭ এর কেয়ারটেকার নাটক করবেও না করতে জানেওনা। Because Bangladesh Awami League is for freedom and democracy

Moktel Hossain Mukthi

The War Criminal Should is Under Trial.

The memorial music album of Bangabandhu “mukthir gaan” 1 2 & 3 you may listen on:
http://august75tragedy.blogspot.com
http://thefatherofnation.blogspot.com/
http://bangabandhuporisadmv.blogspot.com/
http://bangladeshawamileague.webs.com
http://worldawamileague.blogspot.com
http://jathirpitha.wordpress.com
http://skmujiburrahman.blogspot.com
http://skhasinawajed.blogspot.com
http://muktirpata.weebly.com
http://soundcloud.com/muktimusician
http://warcrime1971.webs.com
http://swadhinbangla.webs.com
http://digitalbangladesh.blog.com/
http://bdpolitics.blog.com
http://thegenerationnext.webs.com
http://thefutureleader.webnode.com
http://mujibshena.blogspot.com/
http://bangladeshxclusive.blogspot.com/
http://amramujibshena.blog.com/
http://bangabandhuporisad.webs.com
http://bangabandhu.webs.com
http://sheikhhasina.webs.com
http://sheikhhasina.blog.com
http://daughterofdemocracy.blogspot.com/
http://charterofchange2021.blogspot.com/
http://deshratna.weebly.com
http://charterofchange.blogspot.com/
http://swadhinbangla.webs.com
http://thepatriosm.blog.com
http://khasherhat.blogspot.com/
http://muktimusician.wordpress.com
http://muktimusician.blogspot.com
http://muktimusician.blog.co.in
http://mukthimadaripuri.blog.co.in
http://mukthi.xanga.com
http://muktirgaan.blogspot.com
http://muktimusician.xanga.com
http://muktishena71.typepad.com
http://muktishena71.webnode.com
http://muktimusician.typepad.com
http://muktimusician.livejournal.com
http://moktelhossainmukthi.blog.com
http://muktimusician.posterous.com
http://muktimusician.blog.com
http://muktimadaripuri.blogspot.com
http://muktimusician.blogspot.com
http://mukthircollection.blogspot.com
http://mukthircollection.blogspot.com
http://muktimadaripuri.blogspot.com
http://muktimusicina.twitpic.com/
http://muktimusician.mediashare.com
http://muktimusician.photobucket.com
http://muktimusician.picturepush.com
http://muktimusician.myblogsite.com/
http://muktishena71.bloggy.se/
http://ziaandrazakars.blogspot.com
http://khaledaziaandrazakars.wordpress.com
http://warcriminalsinbangladesh.wordpress.com
http://warcriminalsinbangladesh.blogspot.com
http://warcriminalnizami.blogspot.com
http://warcriminalsakachoudhury.blogspot.com
http://godfathertareqzia.blogspot.com
http://razakarnizami.blogspot.com
http://freedomfighters71.blogspot.com
http://community.webshots.com/user/muktimusician
http://barristertaposhfanclub.blogspot.com
http://www.blogigo.co.uk/muktimusician
http://www.squidoo.com/muktimusician
http://priyo.com/muktimusician
http://bd.linkedin.com/in/muktimusician
http://www.caringbridge.org/visit/muktimusician
http://en.wikipedia.org/wiki/User:Muktimusician
http://bentio.com/muktimusician
www.myspace.com/muktimusician
www.orkut.com/warcriminalsinbangladesh
www.warcriminalsinbangladesh.hi5.com
www.facebook.com/muktimusician
www.picasaweb.com/muktimusician
www.orkut.com/muktimusician
www.muktimusician.hi5.com
www.youtube.com/deshnetree
www.youtube.com/muktisena71
www.youtube.com/nizami71
www.tagged.com/amibangali
www.tagged.com/muktimusician
www.tagged.com/deshratna
www.youtube.com/muktimusician
www.shtyle.com/muktimusician
www.facebook.com/muktimusician
www.orkut.com/muktimusician
www.quepasa.com/muktimusician
www.tagged.com/mukthimadaripuri
www.tagged.com/muktithegreat
www.tagged.com/amibangali
www.tagged.com/khankirpolababar
www.bebo.com/muktimusician
www.hibuu.com/muktimusician
www.twitter.com/muktimusician
www.zimbio.com/member/muktimusician
www.facebook.com/deshratna2009
www.facebook.com/sheikhhasinafanclub
www.facebook.com/shadhinatha
www.facebook.com/jatirjanokbangabandhu
www.facebook.com/thebrokenbackbone
www.facebook.com/proggasrijanikhelaghor
www.blogigo.co.uk/muktimusician
www.facebook.com/thebrokenbackbone
www.playlist.com/muktimusician
www.last.fm/user/muktimusician
http://friendfeed.com/muktimusician
http://www.netlog.com/muktimusician
www.facebook.com/bangabandhu.parisod
www.facebook.com/durnithi.rajnithi
www.facebook.com/jatirjanokbangabandhu
www.facebook.com/shadhinatha
www.facebook.com/deshratna2009
www.youtube.com/muktimusician
www.myspace.com/muktimusician
www.dailymotion.com/muktimusician
www.shtyle.fm/muktimusician
www.facebook.com/sheikhrussellrahman
                                          

21 August Grenade Attacks on AL Rally