পাকিস্তানের আই এস আই, ঘাতক দালাল জামাত শিবির হুজি জে এম বি, হিজবুল তাহরীর ও বি এন পি'র সুইসাইড স্কোয়াড কে মোটা অংকের অর্থ প্রদান করে ২১ শে আগষ্ট গ্রেনেড হামলার মাধ্যমে জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করার হীন চক্রান্ত ব্যর্থ হবার পর জিয়ার কুপুত্র তারেক, হারিস গং রা কিন্তু বসে নেই। সর্বোপরি আওয়ামী লীগের শেষ ভরসা সজীব ওয়াজেদ জয় ওদের টার্গেট । এ কথা বোধ হয় আঙ্গুল দিয়ে আওয়ামী লীগের বর্তমান প্রশাসনকে দেখিয়ে দেবার প্রয়োজন নেই। ভারতের প্র্যাতঃ মহাত্মা ইন্দিরা গান্ধীকে হত্যা করেছিল তারই নিরাপত্তা বাহিনীর সদস্য।
যে কথা না বললেই নয়। আমরা সজীব ওয়াজেদ জয়ের নিরাপত্তা চাই। নেত্রী হয়তো বা প্রধানমন্ত্রী বিধায় সবার দৃষ্টি তাঁর দিকেই। সবাই তাঁর নিরাপত্তা নিয়ে ব্যস্ত বা সজাগ আছেন। সজীব আজও বাংলাদেশের কোন বিশাল বড় মাপের কোন নেতা নয় কিন্তু সে আজ জাতির হাল ধরার দৃঢ় প্রত্যয় নিয়ে মাঠে নেমেছেন এই সমাজ, এই জাতির ভাগ্যোন্নয়নে তার মেধা কাজে লাগাবার বাসনায়। সজীব আজ জনসভা করছেন, মানুষকে দু'চার কথা বলতে বুঝাতে পারছেন। মিডিয়ায় ইন্টারভিঊ দিতে পারছেন। পাশাপাশি খালেদার দুর্নীতির দায়ে মুচলেকা দিয়ে দেশান্তরী পুত্রের শোকে বি এন পি মূহ্যমান। কিন্তু ওরা নরপিশাচের চেয়েও ভয়ানক। ওদের ভিতরে সজীবের বিরুদ্ধে প্রতিশোধের এক আগ্নেয়গিরি গুমরে ঘাপটী মেরে আছে। যে কোন সময়ে সে আগ্নেয়গিরি মহা প্রলয়ের অগ্নি স্ফুলিঙ্গ হয়ে আওয়ামী লীগ তথা গোটা জাতিকে আঘাত হানতে পারে। সময় থাকতেই আমাদের সাবধান থাকতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর ছেলে হিসেবে সজীবের নিরাপত্তা যথষ্ট নয় বলে আজ চট্টগ্রামের শিবিরের ক্যাডার সকলের অজান্তেই সজীবের পাশে গিয়ে দাড়াতে পেরেছে। প্লীজ সবাই শেয়ার করুন।
No comments:
Post a Comment